ঝাপসা হয়ে আসে ধীরে ধীরে সকল সম্পর্ক আমাদের।
শূন্যে জ্বলে থাকে বিস্মৃতপ্রায় আলো-
অসহায়, কুণ্ঠিত, আত্মকেন্দ্রিক
তারই নিচে আধা-জাগ্রত কবেকার মৃদু-পানশালা।
ঘোরগ্রস্ত শব্দ শোনা যায়।
অনেক হেমন্ত শেষে পাশাপাশি
কেমন আড়ষ্ট হয়ে বসে আছি বর্তমানে, আমরা সবাই
আগুনকে ঘিরে ফেলি। আমাদের কোনো নাম নাই।
আমাদের বাক্যগুলো কোনো অর্থ পাবার আগেই
পরিণত হচ্ছে কুয়াশায়।
.
firoz77@gmail.com