বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

খসড়া  জীবন

কুমার দীলিপ

১১ নভেম্বর, ২০২১ , ১:০৩ অপরাহ্ণ ; 606 Views

অংক কষতে কষতেই জন্ম হয় খসড়া কাগজের
যে কাগজ অপ্রতিরোধ্য কারণে পড়ে থাকে ঝুড়ির অন্ধকারে।
মিথ্যে কিছু কথা কাটাকাটি করে ক্রস চিহ্ন দিয়ে রাখা
এই সবই অভিজ্ঞতা নেয়ার পূর্ব গৃহস্থালি।

বিশ্বের চারগুণ মানুষের তিনগুণ জীবনেই খসড়া
সহস্র মিলিয়ন মানুষের মধ্যে কত জনই বা
বসতে পারে রাজলক্ষ্মীর চেয়ারে।
প্রাণ প্রাচুর্যের পলিমাটিতে সবাই মিশে যাই একদিন
তবুও কিছু সৃষ্টির ঘ্রাণ সহিষ্ণুতায় টিকে থাকে কোটি বছর
আমিও অবশ্য বেঁচে থাকতে চাই কোটি বছর
অন্তর্ভেদী শূন্যতায় মুছে যেতে চাই না
আমি চাই এই খসড়া জীবনের গৃহস্থালি থেকে উঠে আসতে
কারণ আমি জানি অন্তর্গহীন ক্ষত থেকেই সৃষ্টি হয় কোনো ইতিহাস
কাটাছেঁড়া আর ঘষামাজা করেই তৈরি হয় শিল্প নিপুণ আলমারি।

 

জন্ম ও বর্তমান বসবাস: লালমনিরহাট
dilipkobi@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন