সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি ভিক্ষা করি। আমার দুই কাঁধে দুইটা ভিন্ন কালারের ঝুলি আছে। বাম কাঁধে সাদা ঝুলি, সেখানে দুঃখ রাখি। ডান কাঁধে কালো ঝুলি, সেখানে আনন্দ।
যেদিন কালো ঝুলিতে ভিক্ষা বেশি হয় সেদিন বন্ধুদের কাছে যাই, মদ খাই, অর্ণব শুনি, কাফকা পড়ি, শাহীন মোমতাজকে ফোন করি, রণজিৎ দাশের একটি দুঃখের কথা পড়ে নিজের আগামি নিয়ে ভাবি।
আর যেদিন সাদা ঝুলিতে ভিক্ষা বেশি হয়-
সেদিন আমার কোথাও যাবার থাকেনা,
তোমার কাছে যাই।
জন্ম: নীলফামারী
বসবাস: রংপুর
nurhossain6917@gmail.com