শর্তের সীমায় কে বাঁধে বলো মনের দেয়াল?
কে বাঁধে বলো দু’গাছি চুড়ির বাঁধনে ভাগ্য রেখা?
সময়ে সংলাপে দোটানায় রেখে যাওয়া কথা –
পড়ে থাকে চেনা গল্পের বাঁকে।
শব্দের অদল বদল খেলায়-
চেনা পথ বদলে নেয় ধূলির পরত।
স্বপ্ন মোহ শব্দের ভাঁজে বদলায় নিরবতা!
বদলায়, ভালো থাকার বিস্ময়ে শর্তের শত রূপ।
চেনা গল্পের মতো হারানো কথার বাঁকে-
পড়ে থাকে হারানো কথার সুখ।
কে বাঁধে বলো দু’গাছি চুড়ির বাঁধনে ফেরারী সেই বুক।