বরুণার মতো আবদার ছিলো না
বলিনি একশ একটা পদ্ম চাই
প্রতি দিন পূর্ণিমার প্রার্থনাও
করিনি আকাশের কাছে।
সীমাবদ্ধ আমাদের এ সন্ধিক্ষনে
যতোটুকু পানিতে ডুবলে ভিজবে না
শরীর,মন হবে মানুসিক জ্বর
ততোটুকুইতো চাওয়ার ছিলো।
রেড লাইনে দিয়ে একটা চরম
দুর্গম সাঁকো পার হওয়া
হৃদয় বারান্দায় পৌঁছে
তুলির আঁচড় ক্যানভাস থমকে যায়।
অনাবিস্কার রইলো হৃদয়তন্ত্রের জমিন
অন্য কোন অলোকিক স্পর্শ
ফুলে ফুলে ভরিয়ে দিলো তোমাকে
মুগ্ধতার চারপাশ সৌরভ ছড়ালো।
এখন খোলশের মাঝে রঙিন শাড়ি
শাখা সিঁদুর পরিপাটি বেশবাস
বিশুদ্ধ পুজা অর্চনা সব ঠিকঠাক
এভাবেই যাবে আমার আমৃত্যু।