জীবন একুশে দেখা
একচল্লিশে কথা
পথ গড়িয়েছে বহুদূর
বেড়ে গেছে দূরত্ব
কমে গেছে গুরুত্ব অনেক
বদলে গেছে জীবনের সুর।
আজ বলছো ছিলে কোথায়?
জীবন তো ছুটবেই ছোটার নেশায়
কোথাও না কোথাও গাড়বেই শিকড়
শিকড়ে শিকড় ছড়ায়
বাঁধে নীড়।
যুবক বুকের যুগ পেরিয়ে
আর কি থাকে স্মৃতিটুকু ছাড়া?
এভাবেই ঠিকানা বদল হয়
বদল হয় জীবন
বহে নদী নিরবধি।
roybrojogopal1@gmail.com