জোহরা, মাথা থেকে ঝেড়ে ফেলো সকল অশ্লীল চিন্তা!
যা হয়েছে, হয়নি এবং যা হবে- সবই সুন্দর।
সুন্দরের মায়া বড়ই আনন্দের।
তাই এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো সকল অশ্লীল চিন্তা।
জানোই তো আমি তোমার প্রেমিক।
আমার অবাধ্য হলে তোমাকে যারা পায়নি খুশি হবে তারা।
জোহরা, কথা দিচ্ছি গোটা জীবন হুড তোলা রিক্সায়-
অসীম মুগ্ধতায় পাড়ি দেবো রাজপথের সকল ব্যারিকড।
পৃথিবীর সমস্ত রোমাঞ্চকর সৌন্দর্য
একাই দেখতে পারবে না জোহরা,
তুমি চাইলে –
এক রিক্সায় ঘুরে বেড়াবো একে একে আটটি স্বর্গ
প্রয়োজনে নরকেও তৈরি করবো রিক্সা লেন।
জীবনের তাগিত শোন,
বিশুদ্ধতম পবিত্র হও জোহরা,
এক নিশ্বাসে ঝেড়ে ফেলো মাথা থেকে সকল অশ্লীল চিন্তা!
নিজ জেলা ও বর্তমান বসবাস: লালমনিরহাট
zakirshohan89@gmail.com