বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

তাকে চিনি না

মাহফিল হক

১১ নভেম্বর, ২০২১ , ১:৫৩ অপরাহ্ণ ; 689 Views

(হাবিবা বানুর স্মরণে)

আমার শিয়রে ফুল, কুলুঙ্গিতে রাত্তিরের শব
আমি যাত্রা করি রোজ ভোরে,
আমাকে সে ডাকে, তাকে চিনি না
চোখ ফেরালে খোলা হাট
শূন্য আঙিনায় হলদে পাতা ওড়ে।

সে আসে রোজ ভোরে, চুপিচুপি
হাত রাখে কোমল গ্রীবায়
তার পদচিহ্ন নেই, শরীর নেই
চিত্রল বুক, বুকের ভেতর দুঃখ -শোক
এরকম অশরীরী সে।
সে কি ছায়াতরু, কোনো পল্লবিত বৃক্ষ
হরিত বনভূমি
কোনো কি রাজার উষ্ণীষ, না নক্ষত্রের নির্জন শরীর?
শুধু শুনি সে নাকি বাতাসের মতো সদাচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন