তোমার সততা তোমাকে সরিয়ে রাখে
আমার জড়তা তোমার থেকে দূরে আমাকে রাখে
তোমার চুলের গন্ধ নেবো, পারি না
তোমার হাতের উষ্ণ পরশ জানি না
যতোসব অসঙ্গতি অসম্ভবের
একদিন সরিয়ে দেবো।
সেইদিন বন্য হবো
হাতটা শুধু?
না।
সেইদিন তোমায় আমি জড়িয়ে নেবো
মাতাল হয়ে তোমার চুলের গন্ধে ডুবে রাত পোহাবো।
সেইদিন সকল বাধা ডিঙ্গিয়ে তুমি আমার কাছে
সেইদিন সৎ-অসতের হিসেব দূরে
সেইদিন আমার তুমি একান্তে খুব
আমিও তোমার কাছে পাগলামীতে।
তারপর?
.
জন্ম ও বসবাস: রংপুর
projapotidisha @gmail.com