বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

দিন যাপনের কথা

তাসমিন আফরোজ 

১১ নভেম্বর, ২০২১ , ১:৫২ অপরাহ্ণ ; 495 Views

অনেকদিন কবিতা থেকে দূরে,
অনেকদিন দিন-যাপনও সূদুরে-
অনেকদিন বসেও  ছিলাম
মনস্তাপে,
অনেকদিন ঘুমও হয়েছে

প্রলাপে-
অনেকদিন কথার ভাঁজে
অপব্যয়,
অনেকদিন জীবন পারের
তপস্যায় –

এখন মনের যতো বেড়িবাঁধ
ভেঙে দেখি প্রচুর আর্তনাদ,
ডুবেই আছে অতলান্ত শোক-
ভিজিয়ে দেয় নীল বর্ণ চোখ!

এই ভূবণের বিষন্নতার স্বর-
উড়িয়ে দিয়ে হতো যদি নির্ভর –
মনের লাগাম খুলে দুঃখ বিষাদ,
ভোর আলোয় মাখতো সব নিনাদ –
হাতের মুঠোয় ভর্তি করেই ফুল,
মেঘ কেশরে ঝলকাতো বেশ
তুমুল-

তখুনি ঠিক পাশে নিতাম  সারঙ্গ সুর-
অনেকদিন বেদনায় হয়েছি বিধুর,
অনেকদিন শ্রমের অভ্র মেখে, গান শুনিনি আঙুলে আঙুল রেখে-

এখন যখন রাঙ্গা ধুলো ওড়ে
এখন শুধু কাব্য কথায়  ঘোড়ে
এখন নাকি বর্ষীয়ান হলো অসুখ
এখন তাঁকে পাঠানো হচ্ছে  অন্য মুলুক!

অনেকদিন পূণ্য হয়েছে জমেনি পাপ-
অনেকদিন মেপেও দেখিনি
উষ্ণ তাপ!

সুযোগ পেয়েছি মুঠোয় ভরি আতর সুবাস,
অনেকদিন ঘোরও লাগেনি

তেমন রুদ্ধশ্বাস…

 

বর্তমান বসবাস: রংপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

square