বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

দূরন্ত মাতাল সৌরভে

দিলরুবা শাহাদৎ

১১ নভেম্বর, ২০২১ , ১:৫২ অপরাহ্ণ ; 640 Views

একদিন শেষ বিকেলে রক্তিম সূর্যটা

মলিন হাসি দিয়ে ডুবে গেল

আমি প্রত্যাশিত সোনালি আলোর বুকে সারাটি জীবন

এক আকাশ আশার বাণী হৃদয়ে  ধারণ করতে চেয়েছি-

যেখানে প্রতিটি দিন ফুটবে গোলাপ, চামেলি, বেলি রজনীগন্ধা, হেনা, জবা ও কামিনী।

 

দূরন্ত সৌরভে মাতাল হবে

আমার স্বপ্নময় পৃথিবী- এই তো প্রত্যাশা।

দুটো বক উড়ে গেল যেন আমার সকল স্বপ্ন

ভালোবাসা ঠোঁটে নিয়ে। জানি না কোথায় ওরা

উড়ে যাচ্ছে কোন সে সুদূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন