বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

নিঃসঙ্গ পয়ার

চাষা হাবিব

১১ নভেম্বর, ২০২১ , ১:০৩ অপরাহ্ণ ; 616 Views

যদি মৃত্যু ছুঁয়ে যায় বরফআগুন

বিপন্ন তুমিও রাতের শরীর ছুঁয়ে

খুঁজে পাবে অ–কবি ও কবিতা;

যেখানে কোনো এক রাত শরীরে

ধোঁয়া তোলা আষাঢ় বলে যাবে;

হয়তো কিংবা হয়তো নয় তবুও–

নিরন্তর যদি অপেক্ষা করে কখনো তবে

দেখোনি ও তুমি প্রভাতের অপার্থিব দৃশ্য;

যদি না আসে মত্ত প্রসারিত হৃদয়

দূর থেকে দাঁড়িয়ে শুধু ছুঁয়ে দেখা;

তবে ভেবে নাও কোনো এক বিবাগী

কাঁকনের মায়ায় ভালোবাসে দৃঢ়তা;

নীল পদ্ম যেন নিঃসঙ্গ বিরুদ্ধবাদী এক

তৃষিত শহরে ফেঁটে যায় নীলাভ জলে;

কেঁপে ওঠে বৃষ্টির আশায় বৈধব্যে

উঁকি দেয়া দলছুট মেঘেদের দল।

যদি ভুলে যায় কোন ভগ্নহৃদয়

যদি মৃত্যু হয় হাঁসেদের ডানায়;

তবে ফিরিয়ে নিও মুগ্ধ তোমার চোখ

তৃষিত শহর জেনে যাবে সেদিন সবই;

এক বুক স্মৃতি দগদগে ক্ষত এ্যালবাম

হয়তো সশব্দে বিদ্রোহের পোষ্টার হয়ে

জীবন্ত দেয়ালে হয়ে যাবে গ্রাফিতিময়।

বরফ আগুন তৃষিত শহরে মৃত্যু হয়ে মুছে দেয়

হাঁসেদের ডানায় কবিতা লাইন–নিঃসঙ্গ পয়ার।

 

জেলা: দিনাজপুর

chasahabib@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন