রক্তে খেলা করে আদিম বিষ
রক্তের সাথে মিশে যেও না
মনে যখন কালবোশেখী
বাইরে তখন চৈত্রের দাবাদহ
বাতাসে ভেসে যেও না
ফুলের ভালোবাসা নাও
প্রেমিক হও
বৃষ্টি নেমে এলে
তার অঝোর ধারায় ডুবে যাও
মলিনতা সব ধুয়ে মুছে যাক
পাহাড় বন জঙ্গলে সমুদ্রের নোনা জলে
ভাসে মনুষ্যত্ব
দৃষ্টির আগল খুলে দাও
দর কর না
রক্তে খেলা করে আদিম বিষ
একেবারে রক্তের সাথে মিশে যেও না…
.
জেলা- দিনাজপুর।
বর্তমান- দিনাজপুর।