বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

পোড়া বৃক্ষ

নাসিমা আকতার

১১ নভেম্বর, ২০২১ , ১:৫১ অপরাহ্ণ ; 532 Views

হায় পোড়া বৃক্ষ

হা করে দেখছো কী?

আধুনিকতা ,গণতন্ত্রের নামে

যারা তোমাকে ন্যাড়া করলো

অন্তত তাদের অভিসম্পাত দাও-

পরজন্মে, এভাবেই

ঝুলে থাক বাতাসের গায়ে

ওদের কষ্টের হা পিত্তেশ. ..

 

না

অমন বিদ্বেষী হওয়াটা

তোমার শোভা পায় না

বরং প্রার্থনা কর-

নিবু চুলোর শরীর থেকে আসুক

শুভ্রতার সূর্যবলয়

চৈতন্যের উচ্চতা ছুঁয়ে বর্ষিত হোক

ফসলের আভা

সবুজাভ বৃক্ষের ছায়া।

 

akternasima245@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন