বিজ্ঞাপন
ইদানীং তোমার পাশে বন্ধু সুনির্মলকে দেখি
উজ্জ্বল রঙিন ডানার প্রজাপতি যেন।
কথার ছলে বন্ধুর আড্ডায় সেদিন বললে
সুনির্মলকে বললে সে আমার জন্য চাঁদও
পেড়ে নিয়ে আসবে। বড্ড বেশি কেয়ারিং
সময় করে ওষুধ খাওয়ানো, বাজার করা।
আরও কত কি!
এখন তোমার কালোজামের মতো চোখে খেলা করে
শৈশবে চানাচুর খাওয়ার বায়না।
এই তো সেদিন নীলগিরি বেড়াতে গিয়ে
শীতে কম্পমান তোমার শরীরে তুলে দিল উষ্ণ চাদর
প্রেমিক হিসেবে তুমুল। যেন এক কালবৈশাখী
বন্ধু সুনির্মলকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত
আক্ষেপ নেই
চাঁদ নিয়ে কবিতা লেখা ছাড়া আর কিইবা
আমি করতে পেরেছি তোমার জন্য
তোমার পাশে বসতে না পারা, অকারণে
মাথায় হাত বুলিয়ে মাইগ্রেন সারিয়ে দেওয়া
এমন যাদুকর আর হতে পারলাম কই?
তোমার অগোছালো জীবনকে সাজিয়ে
দেবার জন্য বন্ধু সুনির্মলকে
আমিও মনে মনে ধন্যবাদ দেই।
মুখ ফুটে বলা হয় না, তবুও আপনাকে বলি
সুনির্মল, কবিতা দিয়ে মানুষ বাঁধা যায় না।
জন্ম: রংপুর
বর্তমান বসবাস: রংপুর
drferdous33@yahoo.com
বিজ্ঞাপন
বিজ্ঞাপন