বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

বৃষ্টিভেজা সন্ধ্যা

কঙ্কন সরকার

১১ নভেম্বর, ২০২১ , ১:০২ অপরাহ্ণ ; 591 Views

বৃষ্টি ভেজা সন্ধ্যা নামে পাখিদের পায়
জুবুথুবু আঁধার আগমনী গান গায়
দূর নক্ষত্রেরা ঝাপসা চোখে দ্যাখে পৃথিবীর রূপ
বড় অদ্ভূত !
এক কাপ ধোঁয়া ওঠা চা- স্যাঁতস্যাঁতে বারান্দা।
দিনের  হিসেব মেলানোর ক্লান্তি দূর করা চুমুক-
আহা, স্বর্গীয় সুখ!
যদি ভেসে ওঠে তার মুখ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

square

বিজ্ঞাপন