বিজ্ঞাপন

মাসুদ বশীর
Latest posts by মাসুদ বশীর (see all)
রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

মাটি

মাসুদ বশীর

১১ নভেম্বর, ২০২১ , ১:০৩ অপরাহ্ণ ; 482 Views

এখানেই পড়ে থাকবো চিরকাল-
ঘুমভাঙা শহরের কোলাহল থেকে দূরে বহুদূরে
একাকী রইবো পড়ে এখানে এবং একদম একা।
রিক্সার টুংটাং বেলের ধ্বনি, চলন্ত যান্ত্রিক যানের শব্দ,
জীবনের ধারাদ.ড়পাত, কোথায় যেন সেই
মিছে আলোর জন্য বোকার মতো ছুটে চলা যাবে থেমে। হিসেবনিকেশ সবপাঠ বন্ধ এখানে।
এখানে- পাঠ নেই, গাঁট নেই, বাটাবাটি, কাটছাঁট নেই।
এখানে আছে শুধু মাটি আর মাটি….

এখানেই হয়ে থাকবো চিরকাল-
কবির কবিতা বিদায় নেবে, শিল্পীর ছবি ঝাপসা হয়ে যাবে, গায়েনের গান থেমে যাবে, বন্ধু, আড্ডা, ভালোবাসা, প্রিয় প্রাঙ্গণ, উৎসবের আঙ্গিনা, দিবসের পবিত্র শ্রদ্ধা নিবেদন, কলামে কলামে লেখালেখি, আঁকাআকি, বাঁকা চোখের চাহুনি কিংবা হিংসা বিদ্বেষ চাটুকারিতা এবং পবিত্র বাঁধনের বন্ধুত্ব, টেকসই উন্নয়ন সর্বস্ব ভালোবাসা, সবকিছু হিমঘরে শীতল হয়ে রবে।

এখানেই শুয়ে থাকবো চিরকাল-
যেখানে কেউ নেই, কিছু নেই।
দিগন্তের এপাড় ওপাড়, চন্দ্র-সূর্য, তারকারাজি, রঙধনু, নীলাকাশ, সমুদ্র সফেন ঢেউয়ের দোলা,
নদীর কলোতান সুরে মানচিত্র ভেদের ছবি,
পাহাড়, ঘণবন, পাখির কুজন-
সবকিছু বোবাকান্নায় বাসি হয়ে পড়ে রবে।
থাকবে শুধুই মাটি আর মাটি….

এইখানেই ঘুমিয়ে থাকবো চিরকাল-
মাটির গভীরে নিবিড় ছোঁয়ায় গড়া তোমার মুখছবি
কী করে আঁকবেন সেই কবি?
আমি কবির সামনে, কবি মৃত্তিকার তলানিতে পড়ে থাকা এটেল হাতে নিয়ে কী যেন গড়ছেন কে জানে?
এদিকে আমি পড়ে আছি মাটিতে।
মাটিতেই মাটি আমার বাটি একমাত্র সেটাই আমার পরিপূর্ণ খাঁটি!

 

জন্ম ও বর্তমান বসবাস: রংপুর
masood4b@gmail.com

মাসুদ বশীর
Latest posts by মাসুদ বশীর (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

মাসুদ বশীর
Latest posts by মাসুদ বশীর (see all)

বিজ্ঞাপন

মাসুদ বশীর
Latest posts by মাসুদ বশীর (see all)