কালোজল খরস্রোতে ঘোলা হয়ে আসে
আমাদের বুড়িমা-টি তারই মাঝে ভাসে
উটের কুঁজের মতো ভাসে আর ডোবে
এমন নিদান কালে কেবা তারে ছোঁবে।
আহারে বুড়িমা তুই! একি দশা তোর।
তোরই মধ্যে দিবানিশি তোরই মধ্যে ভোর
শ্মশানে সোনার কাঠ জ্বালো তাড়াতাড়ি
আমাদের বুড়িমাকে মুখে অগ্নি করি।