সময়ের ভেলায় ভেসে গেছে শিশুবেলা
আবেগের জোয়ারে ভাসে যৌবন
স্বপ্নের পসরা উড়ে যায় নীলাকাশে
তবুও আবেগে ডুবে থাকে মন।
কল্পনার ছেড়া পাতায় স্বপ্ন বাড়ি
স্বপ্নে ভাসে পোড়া মাটি মন
ভালোবাসার বন্যায় যদি আসে
তোমাকে ছোঁয়াবার ক্ষণ।
তবুও গোলাপের পাপড়িতে
আড়াল রেখেছি মুখ
যদি তুমি এসে দাও
এক আকাশ সুখ।
জন্ম ও বসবাস: রংপুর
mashoaib.dulal@gmail.com