ঘুমের চমক ভাঙলে যমুনা নদী দেখতে পাই।
চারদিকে কুয়াশা। নদী পার হলে আমফুলের ঘ্রাণের সাথে মেডিকেল পূর্বগেট দুলতে থাকে।
আহারনিদ্রার ভেতর পেয়ারা বেচতে থাকে যে বিকেল, সেখানে খাঁ খাঁ করে শীতের বৃষ্টি নামে। জ্বরহীন ঘরে জড়তা নিয়ে শুয়ে থাকার মতোন সরু পথ। মর্গের সামনে যে ভ্যান দাঁড়িয়ে আছে সেদিকেই যাই।
ঝুনঝুনি হাতে হেঁটে যাবার মতো দীর্ঘ পথে নিখোঁজ হয়েছে যার হাত, তার আঙ্গুলে জ্বলজ্বল করে আদিবাসী তারা।
শিমফুলের আক্ষেপ নিয়ে নানান দিকে
গেলেও, বহুদিন রংপুর যাওয়া হয় না।
জেলা: কুড়িগ্রাম।
বর্তমান বসবাস: লালমাটিয়া, ঢাকা।
nadia.zannat007@gmail.com