সুনীল আকাশ ছেয়েছিলো ঘোরতিমিরে।
হেঁসেলের ঝুল বারান্দায় বসা মানুষটি
রুটি আর চাঁদের জন্য কাঁদে।
ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে
রুটি আর চাঁদের মুক্তি- তিমিরে নাচে আলোর সম্পান।
মানুষটি পথ হাঁটছে ঈশ্বরের প্রশংসা করে।
আধেক রুটি
আধেক চাঁদ
ঢুকে পড়েছিলো হঠাৎ গ্রহণের ফাঁদে।
জন্ম ও বসবাস: রংপুর
badolrbd@gmail.com