বিজ্ঞাপন
লোকে সুখের তরী বাইতে বাইতে বাড়ি ফেরে
অথচ আমি কষ্টের ক্যারাভ্যানে ফিরে আসি,
রোজ তোমার নামের দুঃখ নিয়ে বাড়ি ফিরি।
ভাঙা ব্রিজের ইতিহাস জানা নেই,
খড়বিছানো রাস্তার শেষে
তোমাদের মসজিদের বারান্দায় –
যোহরের ওয়াক্তে সালাম ফেরাই,
তোমাকে দেখার অভিলাষে
আমি রোজ ধার্মিক হয়ে যাই।
ভাঙা ব্রিজে দাঁড়িয়ে থেকে ফেরত আসি,
একবারও না দেখা চোখের জলে ভিজে
রোজ তোমার নামের দুঃখ নিয়ে বাড়ি ফিরি।
.
khalid.rdc.17@gmail.com
বিজ্ঞাপন
বিজ্ঞাপন