বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

শরৎ জোছনা 

দেলোয়ার হোসেন রংপুরী

১১ নভেম্বর, ২০২১ , ১:০৩ অপরাহ্ণ ; 621 Views

শরৎ জোছনার ফলায় আহত রাত্রি
কুয়াশার ফিনফিনে চাদরে ঢেকেছে বিষণ্ন মুখ।
নদীর ঢেউয়ে আসমান ভাসে
পেঁচার চোখে হানে তারার ঝিলিক ।

চমকিত জোনাকির  বিন্দু যোজনা
নিশির কপোলে রচে হীরের দীপ।

নিশি জাগা পাখি আঁৎকে ওঠে
ডানার শব্দে খান খান হয় নিশির সুখ।
শেয়ালের লালায়িত আঁখি চকচক করে
বিকৃত নখর খামচে ধরে আবৃত সভ্যতা।
লুণ্ঠিত হয় লালিত সুখের বাগান।
অপমানে পোড়ে মানবিক সত্ত্বা।

শিউলি ফুলে জমানো শিশির
বেদনার ভারে ঝরে টুপটাপ।
রক্তাক্ত কুয়াশার আড়ালে
ঢেকে যায় শরৎ জোছনা।
ব্যথিত চিত্ত গুমরে ওঠে।
দেখি আঁধারে বিছানো স্বার্থ চাদরে
কুকুরে শেয়ালে হয় গলাগলি।

কষ্টের শ্বাসে ম্লান হয় শারদীয় জোছনা
বেদনার ঢেউয়ে দোলে মানবতা ।
শরৎ আকাশ সাজে বিষাক্ত চেতনায়
স্নিগ্ধতা হারিয়ে যাতনায় দোলে
শরতের শ্বেতশুভ্র কাশফুল।

 

জন্ম ও বর্তমান বসবাস: লালমনিরহাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন