শ্রাবণে এবারও নেমেছিল ছাদে ঢল
ভিজেছিল শাড়ি ছাদের উঠোন জুড়ে
কার্নিশ বেয়ে জ্যোৎস্নার কল কল
মেঘ মল্লারে মন মৃগ মরে ঘুরে।
তোমার ঘরের খোলা জানালার পরে
একাকী প্রদীপ নিভু নিভু হয়ে আসে
আমার আঁধার শূন্য বিজন ঘরে
নেই কেউ নেই শুধু শূন্যতা ভাসে
রাত জাগা কোনো বিরহী বিধুর পাখি
ধবল জ্যোৎস্না ফালি ফালি করা ডাকে
হারানো সাথিরে খুঁজে ফেরে থাকি থাকি
বিল বাওড় আর নদীর চরার বাঁকে।
শ্রাবণ প্লাবনে ছাদে নেমেছিল ঢল
কার্নিশ জুড়ে জ্যোৎস্নার কল কল
ছাদের উঠোনে ভিজেছিল নীল শাড়ি
এতদিন পরও হুবহু বলতে পারি।