সোনা,
মায়ের নাকের নথটা সকালের রোদে
কেমন যেন চিকমিক করে জ্বলে
দুপুরের রোদে জ্বলে কি না জানা নেই
দুপুরের রোদে মা ভিজলেও আমার ভেজা হয়না।
মায়ের নথটা সোনার আর শরীরটা ইস্পাতের।
রূপা,
বাবা যখন দুপুরের রোদে মাঠে কাজ করে
সূর্য মামা তখন বাবার গায়ে আলো ফেললে
বাবার কালো পিঠটায় রক্ত গোলাপ ফোটে
বাবার হাতের আংটিটা রূপার
আর শরীরটা লোহার।
আমি,
আমার নাকে সোনার নথ নেই
তবে আমার শরীরটা সোনার,
পায়ে রূপার নূপুরও নেই
কিন্তু আমার শরীরটা রূপার,
হাতে নেই মহামূল্য পাথরে সজ্জিত আংটি-চুড়ি-কাঁকন
অথচ আমার শরীরটা হীরা-চুন্নী-পান্না।
জন্ম ও বসবাস: রংপুর
akterjahan669@gmail.com