বিজ্ঞাপন
শরীরে পরেছি হ্যামলেটের রক্তাক্ত শার্ট
নিজেকে ভাবছি ডেনমার্কের আহত রাজকুমার
এমন করে যদি আমার দেশের রাজকুমার হতাম
যমুনার জলে ধুয়ে নিতাম শার্টের রক্ত!
ডেড সি’র মতো যমুনার জলেও যদি
অকালে মরে যেতো সব জলজ পোকা
আমি হতাম পৃথিবীর উৎকৃষ্টতম রাজা।
জন্ম ও বসবাস: নীলফামারী
Email: promothroy85@gmail.com
বিজ্ঞাপন
বিজ্ঞাপন