করছি হিসেব আগে-পিছে
লাভ-ক্ষতিটা ভাই,
লাভের বেলায় থাকলেও
ক্ষতির বেলায় নাই।
নিজের ভালো বোকাও বোঝে
ধূর্ত-চতুর হুজুর সাজে,
সবাই করে ভাও,
দুধের শিশু-কোলের ও ছাও
খায় না দুধ-মিঠাই যদি
অল্প করে দাও।
জানা যদি থাকে কারো
অনিষ্ট কার হাতে,
থাকতে জীবন চলবে না সে
এমন লোকের সাথে।
করছি হিসেব অনেক তবে
করছি কী খেয়াল?
নাক বরাবর সামনে একটা
অদৃশ্য দেয়াল।