কি আর হবে হিসাব কষে, ভিরেছি এসে অবেলায়।
সময় কত চইলা গেছে, দিনে দিনে হেলায় হেলায়।
রঙ্গিন যত স্বপ্ন সবি, সাদা কালোয় মুড়িয়ে।
স্বপ্নের সাথে বাজি খেলা, চলে কি আর খুড়িয়ে!
আমার এখন সন্ধা বেলা, আল্লার নামে যায় চলে।
কেউ কি আর সাথ দিবে, রঙ্গিন আলোয় হেসে খেলে।
আমি এখন ফেলনা খেলনা , আমায় পাশে রাখাই দায়।
দুরে দুরে রাখাই ভাল, সম্মান নিয়ে বাঁচা যায়।
বুঝবে না কেউ কোনদিনও, আকুল মনের কি আশা
ব্যর্থ চেষ্টায় ব্যস্ত সবে, মিটবে না মোর পিপাসা।
দুরে ঠেলার মিছিল চলে, চলে মিছিল আজ গোপনে।
খুব বেশি হই খুশি, সুখ দেখিলেও স্বপনে।
ঘুনে ধরা জীবন নিয়ে, যায় কি বলো আর চলা।
পাহাড় সমান ব্যাথা আমার, সকলি কী যায় বলা।
ভেবে দেখ কি আর হবে, সবইতো ভাই নিয়তি।
আমার তোমার সবার বেলায়, হয় যে এমন পরিনতি।
আর কত দিন! আর কত কাল!, স্বজতনে রব পড়িয়া।
জীবন থেকে বাঁচার উপায়, উপায় শুধুই মরিয়া।
এখন শুধুই আশায় থাকি, ডাকবে কবে দয়াল সাঁই।
ফল কবে আসবে আমার? এ দুনিয়ার পরীক্ষায়।