মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অরণ্যশোক

আহমেদ অরণ্য

১০ জুন, ২০২৩ , ৭:৩১ অপরাহ্ণ

অরণ্যশোক

ধরুন, আমি একজন কৌতুক অভিনেতা। মানুষ হাসাই—

ধরুন!

আজ আমার মৃত্যুর তৃতীয় দিন। শোকসভা চলাকালিন, পূর্বের অনুষ্ঠিত আমার ফানি—ভিডিও—ফুটেজ চলছে. .. 

আর আপনি। আপনার বান্ধবীর কোলে—হাসতে— হাসতে ঢলে পরছেন। আপনি হালকা হয়ে যাচ্ছেন। আপনার নিজস্ব মাঠ থেকে অরণ্যশোক হারিয়ে যাচ্ছে.  ..   

ধরুন! 

আপনি হালকা হতে—হতে. .. বান্ধবীর প্রেমে মেখে যাচ্ছেন। আপনার সুখ এখন অরণ্যশোক মাড়িয়ে কি দারুণ দৌড়ায়। শোকসভায়!

আহমেদ অরণ্য
Latest posts by আহমেদ অরণ্য (see all)