মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অশ্রুভেজা রাত

আনোয়ার হোসেন আকাশ 

১৫ জুলাই, ২০২৩ , ১১:২৪ অপরাহ্ণ

অশ্রুভেজা রাত - আনোয়ার হোসেন আকাশ

তোমায় কিছু বলার ছিলো
বলতে পারি কি না দেখি,
বলতে বলতে হায়
বলে ফেলছি একি!
তবুও বলছি অস্ফুটো কন্ঠে
ওগো প্রিয়তমা,
তোমায় ভেবে ভেবে আকাশের পূবকোণে
অশ্রু করেছি জমা।
যদি কখনো আমার কথা ভেবে
জানালায় রাখো হাত,
গভীর অন্ধকারে দেখবে একটি
অশ্রুভেজা রাত।