কালের কপাট খুলে বিড়াল পায়ে বেরিয়ে গেল মহাকাল
তার পিছু ছুটল একদল বিজ্ঞানী, একদল কবি
কেউই তাকে ধরতে পারল না, ছুঁতে পারল না
‘হায় হায়, একি হলো’ চারদিকে কেবল ফিসফিস আওয়াজ
অনেকদিন পর আজ নেমেছে মানুষের ঢল-
বিজ্ঞানীরা কবিরা অবাক দৃষ্টিতে চেয়ে আছে
মহাকালের পিঠে চড়ে আসছে এক আগন্তুক।