মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আগন্তুক

জাহিদ কাজী

১ অক্টোবর, ২০২৩ , ১০:২২ পূর্বাহ্ণ

কালের কপাট খুলে বিড়াল পায়ে বেরিয়ে গেল মহাকাল
তার পিছু ছুটল একদল বিজ্ঞানী, একদল কবি
কেউই তাকে ধরতে পারল না, ছুঁতে পারল না
‘হায় হায়, একি হলো’ চারদিকে কেবল ফিসফিস আওয়াজ

অনেকদিন পর আজ নেমেছে মানুষের ঢল-
বিজ্ঞানীরা কবিরা অবাক দৃষ্টিতে চেয়ে আছে
মহাকালের পিঠে চড়ে আসছে এক আগন্তুক।