আ ত্ম হ ত্যা কেন করে মানুষ? টাকার অভাব? মানুষ তো হাওয়াই মিঠাই বিক্রি করেও সংসার চালায়। ঝালমুড়ি বিক্রি করেও পেট চলে অনেকের।
মর্যাদার অভাবে আ ত্ম হ ত্যা করে? নাকি কাছের মানুষের অবহেলায়? মানুষ তো স্বতন্ত্র একটা রুহ। মানুষের সৃষ্টি একা, মানুষের বিলীনও একা। অবহেলা বলতে কিছু নেই। সবই স্বতন্ত্র, সবাই স্বতন্ত্র। আর মর্যাদা? মানুষ মূলত প্রাণিজগতের একটি বুদ্ধিমান পশু ছাড়া আর কিছুই না। এই পশুরা একে অন্যকে আঘাত করবে, পমান করবে, অমর্যাদা করবে, অবহেলা করবে— সেটাই তো স্বাভাবিক। পশুদের দেওয়া মর্যাদা নিয়ে আপনি কী করবেন?
নারীপ্রেমের জন্য আত্মহত্যা? এই কারণে যিনি আত্মহত্যা করে তার মরে যাওয়াই উচিত। যদিওবা কোনো কারণে বেঁচে যায়, সমাজের উচিত তাকে মরতে বাধ্য করা।
মায়ের থেকে স্নেহ, পুত্রের থেকে মর্যাদা, প্রেয়সীর থেকে ভালোবাসা, রাষ্ট্র থেকে চাকরি— এগুলা কেন আশা করেন? বুক ভরে দম নিন। এই সৃষ্টিকূলে আপনি এক স্বতন্ত্র রুহ। এই দুনিয়ায় রাস্তার একটা কুকুরের যদি খাবারের ব্যবস্থা হতে পারে, তাহলে আপনার জন্যেও হবে। একটা ব্যাঙের জন্যে যিনি সঙ্গী সৃষ্টি করেছেন, তিনি আপনার সঙ্গীও সৃষ্টি করেছেন। নামাজ পড়ার আগে আল্লাহর ঘ্রাণ নিন, আল্লাহকে স্পর্শ করুন। এই মহাবিশ্বে আপনি শুধু আল্লাহর, আল্লাহ শুধু আপনার। এই বাইরে কোনো সত্য নাই, কোনো মায়া নাই।