কখনও মাঝরাতে
পূর্ণিমায়
জাহাজে
নক্ষত্র গুনতে যেয়ে দেখি:
বাম পাশের চাঁদের নিচে
একটি তারার হাসি!
২.
মেঘের বুকপকেটে
সূর্য জমা রেখেছিলাম
এখন
নির্জনতা স্বরূপ হলে
অন্ধকারে
আলেয়ার রঙ খুঁজি
৩.
এই বর্ষায়
মেঘ ডানা মেলে
উড়ে উড়ে
আকাশের ঠিকানা
ভুল করবে না বলে
পুড়ে যাচ্ছে
সবুজ তৃণভূমি
৪.
অন্ধকার খেয়ে খেয়ে
আয়ুর দৈর্ঘ্য
দীর্ঘ থেকে
দীর্ঘতর হচ্ছে
জীবন বলছে
আজও বেঁচে আছি কেন!
৫.
একদিন টুপ করে ঝরে যাবো বকুলের বনে
মৃদু মাতাল গন্ধ দেহক্ষয়ের বহুকাল পরে
রয়ে যাবে মাটির কোলে।