মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আবেদন

সাইফুর রহমান লিটন

২৬ আগস্ট, ২০২৩ , ১১:৩২ অপরাহ্ণ

আমি যদি চলে যাই
পাখিদের দলে যাই
হারিয়ে,
করবে কি মোনাজাত?
পাই যেনো গো নাজাত
হাত দুটো বাড়িয়ে।

আমি যদি তারা হই
সব কিছু হারা হই
এ রাতে,
আবার এই ধরাতে
ছন্দ ও ছড়াতে
পারবে কি ফেরাতে?

পারবে না তা জানি
কী যে হবে না জানি
খবরে,
সওয়াবের ঝুলি নিয়ে
কোরানের বুলি নিয়ে
যেতে চাই কবরে।

করি এই আবেদন
যার মনে যা বেদন
ভুলিও,
গুনাগার লিটনের
পাপগুলো মাফ চেয়ে
হাত দুটো তুলিও।