চাল নেই ডাল নেই তেল চিনি আটা নেই
নুন নেই গুণ নেই আলু সীম ডিম নেই
মনে ক্ষোভ কথা নেই, দিন আর রাত নেই
দর-দামে কম নেই, কোট টাই স্যুট নেই
সিকি কড়ি দাম নেই, নাকে ফুল- দুল নেই
নেই নেই নেই নেই, আর যেন কী নেই?
নেই তো!
গিন্নির হাসি নেই, গায়ে জোর বল নেই
পুষ্টিতে ছেলে নেই, সাইকেলে বেল নেই
ঘরে খুঁটি জোর নেই, মামা খালু কিছু নেই
বালিশের তুলো নেই, রঙ ঢঙ তাও নেই।
ইনকামে আয় নেই, খরচের শেষ নেই
মাস আছে টাকা নেই, ভাবনায় ভয় নেই
জাত আছে কূল নেই, জীবনের দাম নেই
নেই নেই কেন নেই, আছে যেটা সেটা নেই।
আছে তো!
আমাদের ভোট আছে
আঘাতের চোট আছে
কথা কাজে মিল আছে
আলাভোলা দিল আছে
আকাশের নীল আছে
দাঁতভাঙ্গা শীল আছে
সোনা মোড়া দেশ আছে
সব শেষে শেষ আছে।