মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমার গ্রহণের নবান্ন যাত্রায়

এম এ শোয়েব দুলাল

২৬ আগস্ট, ২০২৩ , ১১:২২ অপরাহ্ণ

আর বাঁশি বাজে না
নবান্ন উৎসবে ক্ষুদ্রাতিকৃতি
আমিত্ব ভালবাসা সবুজে সবুজে
খন্ডিত দু’তীর বেয়ে এখন আঁকা বাঁকা পথ।

বিশ্বাসী বজরায় ভেসে আসে যদি
তোমার সকরুন সুর
মুক্তির জয়গান
নষ্টালজিয়া মাঘী—পূর্ণিমায় দোল খায়
সজনে পাতা, কুমড়ো শাক, সুপারী বাগান
তোমার হলুদে ওড়না
মাথা ভর্তি এলোচুল।

যদি বাজে বাঁশি মন যমুনায়
গেয়ে উঠে রাখালী গান
আমার এই মেঠো পথের অদৃশ্য বেদনায়
তবে তুমিও থেকো আমার গ্রহনের নবান্ন যাত্রায়।