মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমার বাড়ি বলে কিছু নাই আমি উদ্বাস্তু

জাকির আহমদ

২৭ মে, ২০২৩ , ১১:৪৬ পূর্বাহ্ণ

আমার বাড়ি বলে কিছু নাই আমি উদ্বাস্তু

মূলত আমার বাড়ি বলে কিছু নেই, থাকার জায়গাকে তো আর বাড়ি বলে না!

বাড়ি আসলে কারোরই থাকে না, যা থাকে তা হলো থাকার জায়গা মাত্র

আমার বাড়ি, আমার বাড়ি বলে আমরা যার কথা বলি-

সেটা আসলেই আমার বাড়ি নয়!

বাবার বাড়িটাকেই তো নিজের বাড়ি বলে জানতাম 

একটা সময়ে সেই বাড়ির পরিচয়ও বদলে যায়!

ব্যাংকে লোন নিয়ে পছন্দের সব কিছু দিয়ে তৈরি করা নিজের বাড়িটিও

সময়মতো ঋণ শোধ করতে না পেরে নিলাম হয়ে যায়!

মূলত আমার বাড়ি বলে কিছুই থাকে না!

যা আছে তা থাকার জায়গা মাত্র।

‘আসলবাড়ি’ বলে যার কথা বলেন ধর্মীয় নেতারা

শুনেছি সেটিও স্থায়ী নয়,

শেষ বিচার হওয়ার আগে সেটিও একটি থাকার জায়গা মাত্র!

জাকির আহমদ
Latest posts by জাকির আহমদ (see all)