মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমি যদি কবি হতে পারতাম

শাম্ স চৌধুরী রুশো

২৯ জুলাই, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ

আমি যদি কবি হতে পারতাম - শাম্ স চৌধুরী রুশো

যদি দেখিস আকাশ
ইচ্ছে মতো তাকাস
দেখবি একজন এসে
একটুখানি কেশে
বলবে, ” কবি ভাই যে
খাতা কলম নাই যে
শোনাও তবু কাব্য
পরে না হয় ভাববো
সময় দেবো কাকে?
কে কার কথা রাখে!
কবিদের বেশ ফুসরত
প্রিয়ার নাম দেয় নুসরত
নন্দিনী সে আছে
দূরে কি বা কাছে
যখন যেমন যা চাও
নিজের মতো সাজাও।”