আমূল বদলে যাবো,
একবার তোমার পরম উৎকর্ষের সাথী করে নাও;
আশঙ্কার আবরণ খুলে
আমরণ আশিষ তুলে দাও।
তখন আমোদিত আধিপত্য,
অহর্নিশ জ্বালবে ইচ্ছের আগুন!
জন্মের ক্লান্তি ভুলে
উঠবে দুলে কাব্যিক কাশবন।
শীতে জন্মানো ধূলো-বালির আশ,
পরম চরণে লুটিবে
যৌবনের উন্মত্ত্ব শ্বাস।
সোনালি চাঁদের আলোড়িত মুহূর্তের উন্মেষ
অলংকৃত করবে
শ্রমিকের অলস দুপুর।
মেঘাচ্ছন্ন করে দেবে
কৃষকের রোদ ঝলসানো অসাড় দেহ।
কিষাণ বধূর কাঁকনছোঁয়া জল সিক্ত করবে
অরণ্যের আকর।
অত:পর-তোমার নরম ঠোঁটের অমৃত পান করি
জ্ঞানের তপস্যায়॥