মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আসবি ফিরে?

শ্যামলী বিনতে আমজাদ

২০ মে, ২০২৩ , ১০:২৩ পূর্বাহ্ণ

আসবি ফিরে

তুই কি আবার আসবি ফিরে আমার কাছে?

নতুন ভোরের সঙ্গী হব শিশির মেখে

দোয়েল হয়ে ইচ্ছেমত শিষ বাজাবো

দু’জন মিলে মনের মতো ঘর সাজাবো

বাবুই পাখির ঘর বানানো দেখে দেখে।

তুই কি আবার আসবি ফিরে আমার কাছে?

বিলের জলে পদ্ম হয়ে থাকবো ভেসে

হেলেদুলে গল্প হব হাওয়ার তালে

বৃষ্টি হয়ে ঝড়বো আবার টিনের চালে

আলটপকা পিছলে পড়ে উঠবো হেসে।

এই যে দেখো দু’কান ধরে বলছি তোমায়

ঝগড়াঝাটি করবো না আর একটা দিনও

যতই তুমি রাগাও আমি রাগবো নাকো

তোমায় নিয়ে দেব পাড়ি জীবন সাঁকো ! 

তুই কি আবার আসবি ফিরে আমার কাছে?

তোকে ছাড়া এই আমিটা কেমনে বাঁচে?

শ্যামলী বিনতে আমজাদ
Latest posts by শ্যামলী বিনতে আমজাদ (see all)