তুই কি আবার আসবি ফিরে আমার কাছে?
নতুন ভোরের সঙ্গী হব শিশির মেখে
দোয়েল হয়ে ইচ্ছেমত শিষ বাজাবো
দু’জন মিলে মনের মতো ঘর সাজাবো
বাবুই পাখির ঘর বানানো দেখে দেখে।
তুই কি আবার আসবি ফিরে আমার কাছে?
বিলের জলে পদ্ম হয়ে থাকবো ভেসে
হেলেদুলে গল্প হব হাওয়ার তালে
বৃষ্টি হয়ে ঝড়বো আবার টিনের চালে
আলটপকা পিছলে পড়ে উঠবো হেসে।
এই যে দেখো দু’কান ধরে বলছি তোমায়
ঝগড়াঝাটি করবো না আর একটা দিনও
যতই তুমি রাগাও আমি রাগবো নাকো
তোমায় নিয়ে দেব পাড়ি জীবন সাঁকো !
তুই কি আবার আসবি ফিরে আমার কাছে?
তোকে ছাড়া এই আমিটা কেমনে বাঁচে?