ব্যাংক গিলেছিস ছলে বলে
শিল্পপতি খেতাব তোর
ব্যবসা করিস লোক দেখানো
লুটেরা তুই আসল চোর।
তোর খাইচলোত সবাই জানে
পরিস টুপি পাঞ্জাবি
দাঁড়িওয়ালা হুজুর সেজে
বাজারলুটের ভাগ খাবি।
দেশের বাজার জিম্মি করে
টাকার পাহাড় গড়িস তুই
সিন্ডিকেটের আসল হোতা
বর্ম পরিস কেমনে ছুঁই?
তোর বর্মের উৎস কোথায়
কার সাহসে তুলিস পা
তোর পকেটে থাকে কারা
দেশের মানুষ জানছে তা।
ধিক্কার দেই তোর লালসার
গিলিস দেদার লাভের ঝোল
হজম করা নয়রে সোজা
যতই বর্মের বাজাস ঢোল।
জেনে গেছে দেশের মানুষ
লুটেরা তুই আসল চোর
আসবে সময় আমজনতা
মুখোশ খুলে দেবে তোর।।