মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ইঁদুর বিয়ে 

বজলুর রশীদ

১৩ মে, ২০২৩ , ১২:৩৭ অপরাহ্ণ

ইঁদুর বিয়ে

যাচ্ছে ইঁদুর ধানের ক্ষেতে

করবে নাকি বিয়ে,

বৌভাতে চায় আমন ধানে

দিচ্ছে দাওয়াত টিয়ে। 

বিয়ে হবে ইঁদুর বাবুর

দাওয়াত পেলো ফড়িং,

দাওয়াত পেয়ে তাবৎ ফড়িং 

নাচছে তিড়িংবিড়িং।

ধানের ক্ষেতে ফড়িং মাছি

এলো কাছাকাছি, 

বাজায় ঢোলক বাজনা বাঁশি

করছে নাচানাচি। 

খবর শুনে ছোটে এলো

ধান শালিকের মা,

ইঁদুর বাবুর বিয়ে হবে

নাচে নেইলের ছা।