মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ইদানীং সবকিছু

আদিল ফকির

১ এপ্রিল, ২০২৩ , ৩:১৭ অপরাহ্ণ ;

ইদানীং সবকিছু

ইদানীং সবকিছুর দরদাম তরতরে বাড়ছে

চাল, চিনি, আটা, ময়দা, গাড়িভাড়া, বাড়িভাড়া-

ওপরতলা নিচতলা সবকিছুই বাড়ছে

আমার ভালোবাসা বাড়ছে, কামে বাড়ছে দামে কমছে

ভালোবাসা পড়ে আছে- সরলার নুপুরে একটি দুপুরে

তিস্তার চরে মালঞ্চের তিলে বাসন্তীর চিলে

এনায়েতপুরের বিলে, দাম ছাড়া ভালোবাসা বাড়ছে

আমার ভালোবাসা পড়ে আছে- সরলার চিবুকে বুকে

এপাশ-ওপাশ আঁকানো বাঁকানো বম্বে নিতম্বে

আমার ভালোবাসা বাড়ছে, দামে দমে কমছে।

আমার ভালোবাসা পড়ে আছে- সরলার নোলকে দোলকে

কাটা ছাটা কুন্তলে ছাদবাগানের ড্রাগনে

ইদানীং সবকিছুর দরদাম তরতরে বাড়ছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *