মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ঈশ্বরী

অদিতি শিমুল

১৫ জুলাই, ২০২৩ , ১১:২৪ অপরাহ্ণ

ঈশ্বরী - অদিতি শিমুল

আশ্চর্য মত্ত বাতাসের হাত—
আঁচড়ে—কামড়ে—রক্তাক্ত গোধূলির নগ্নবুক!
উন্মত্ত কাল—
ছুঁড়ে মারলো অনিবার্য আবীর—
কম্পিত হলো গিরিখাত!
ছন্দে মথিত খাজুরাহো উৎসব—
কৌম আগ্রাসী অন্ধকার,
বেহিসেবী
লোলুপ জিভ
ও লুণ্ঠন
উচ্ছ্বাসে. .
লুফে নিল নাচের মুদ্রাগুলো!
বিমূর্ত নির্মাণ—
রাশেফ্লিয়া যোনী ও
মাঙ্গলিক নাভিকূপ,
গলিতমোমের—অনন্য, অভিজাত কারুকাজ!
স্পর্ধিত আলোয়
একইসঙ্গে কাঁপছে নিবেদন এবং প্রগাঢ় প্রার্থনা!
সমাহিত মঙ্গলপ্রদীপ হাতে নাচছে..
ব্রহ্মাণ্ড—পাতাল—চণ্ডালিনী
নাচছে. ..
আলোর পিপাসা—নাচছে আগুন আংরাখা—
উলঙ্গ ঈশ্বরী!