মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এই মানুষটি কবিগুরু

মুগ্ধতা.কম

১৫ জুলাই, ২০২৩ , ১১:৪৫ অপরাহ্ণ

ছড়া - এই মানুষটি কবিগুরু - বজলুর রশীদ

যাঁর গানেতে জেগে ওঠে
আলোকিত রবি,
সেই আলোতে দেখি আমি
সোনার বাংলার ছবি।

যাঁর গানেরই ছন্দ-তালে
সুরটা পেলাম সবই,
নামটি তাঁহার রবীন্দ্রনাথ-
আমি বলি, রবি।

গীতবিতানের গানগুলো সব
স্বদেশ প্রেমের সুর,
ষড়ঋতুর বাংলাদেশে
আজও সুমধুর।

সব ঋতুতে তাঁর গানে আজ
প্রকৃতির সুর ভাসে,
তাইতো আমি সে সুর শুনি
বাংলার আশেপাশে।

সাহিত্যেরই সকল শাখায়
পাই তাঁর অবদান,
জাতীয় সংগীত রচনাতে
তিনি যে অম্লান।

সোনার বাংলার হৃদয়পটে
থাকবে চিরদিনই,
এই মানুষটি কবিগুরু,
বিশ্বকবি তিনি।