মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একটি ছড়া

সফুরা খাতুন

১৩ মে, ২০২৩ , ১২:৩৯ অপরাহ্ণ ;

একটি ছড়া

একটি ছড়া লিখবো বলে

খুঁজছি কতক শব্দ

বর্ণগুলো উড়ছে হাওয়ায়

করছে আমায় জব্দ।

একটি বর্ণ ঘুড়ির মতো

একটি প্রজাপতি

একটি দেখি ফড়িং সম

একটি শান্তমতি।

একটি উড়ে চিলের মতো

একটি বর্ণ পুতুল

একটি বর্ণ দুষ্ট ভীষণ

একটি রঙ্গীন ফুল।

লিখবো ছড়া বর্ণ দিয়ে

একই সুতোয় গেঁথে

ফুলের মত কুড়োবো বর্ণ

তাই আঁচলে পেতে।

বর্ণ, শব্দ,বাক্য দিয়ে

গড়ব নতুন ছড়া

অবাক মনে পড়বে সবে

সুনাম ভূবনজোড়া।

রুপ রস আর ছন্দ মিলে

হবে চমৎকার

এমন ছড়ার জুড়ি মেলা

হয়ে যাবে ভার।

Comments are closed.