মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এক পলকে

মুগ্ধতা.কম

১৭ জুন, ২০২৩ , ১১:২৩ পূর্বাহ্ণ

এক পলকে

এক পলকে দেখি তোরে

একটু শান্তি পাই, 

এক পলক না দেখলে পরে

বুকে শান্তি নাই।

তুই হবি রে ভালোবাসা 

জীবন চলার পথ,

তোর সাথে যে চিরদিনই

রবে একই মত।

বুকের ভেতর দুরুদুরু 

কই রইলি রে কই,

আয় না কাছে ভালোবেসে

সাথী হয়ে রই।