এত্তো গরম বাপ রে বাপ!
রাস্তা থেকে উঠছে ভাপ।
মাথার ঘাম পায়ে পড়ে
তবু বাড়ে রক্তচাপ!
ছাতা নিলাম ছাতা গরম
ছাতার নিচে মাথা গরম
গাছের নিচে যাই তাহলে
গাছগাছালির পাতা গরম!
এত্তো গরম বাপ রে বাপ!
ঘরটা গরম চায়ের কাপ
সেই চায়ে তাই সাঁতার কাটি
দুঃখজনক সে সংলাপ।
যাই তাহলে বাইরে যাই
তাপ ছাড়া তো কিছুই নাই
সামনে একটা ডোবা পেয়ে
মনের দুঃখে দিলাম ঝাঁপ!
ভেবেছিলাম নরম জল
কিন্তু এ তো গরম জল!
ডোবা তো নয়, বয়লার এ!
আর পানি কী ময়লা রে!
সারা গায়ে থাকল ছাপ—
এত্তো গরম বাপ রে বাপ!