মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কথন-৪১

রফিকুল ইসলাম চৌধুরী

২৯ জুলাই, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ

কথন-৪১-রফিকুল ইসলাম চৌধুরী

স্বপ্নে গড়েছি ঘর স্বপ্নলোকেই বাস
মাধবীকর্ষণে করি ভালোবাসার চাষ
ফলেনা ভালোবাসার আরাধ্য ফসল
শুন্যযোগে কাটে জীবনের আয়ূষ্কাল।