ইলেকট্রিকের খাম্বাজুড়ে
বেকার কাকের দল
চোরাই সাবান ফেলে দিয়ে
করতেছে খলবল।
একজনে কয় ধুর হারামি
ফেলে দিলি যাহ্
ছুট দে, সাবান তুলে এনে
ধুয়ে মুছে খা।
আরেকজনে—ওরে গাধা
ঐ যে দ্যাখ ঐ দ্যাখ
সাধের সাবান নিয়ে গেল
অন্য বনের কাক।
নিয়েছে তো কী হয়েছে
পারে যদি খাক
চুরি করে ঠিকই কিন্তু
খায়না কোন কাক!